
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮জুন থেকে নাটোরে শুরু হচ্ছে অনলাইন প্লাট ফর্মে ডিজিটাল মেলা ২০২০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই এর সহযোগিতায় ২৮ থেকে ৩০জুন পর্যন্ত চলবে এই মেলা।
বৃহস্পতিবার দুপুরে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, নাটোর জেলার বিভিন্ন ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, অনলাইন কার্যক্রম জেলা তথ্য বাতায়নের সুংক্তি করার মাধ্যমে এই মেলা উদযাপন করা হবে। এছাড়া মেলার উদ্বোধনী দিনে ফ্রিল্যান্সার, প্রযুক্তিবিদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, এনজিও এবং গণমাধ্যম কর্মীদের অংশগ্রহনে অনলাইনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের সেমিনারে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশ।
অনলাইন প্লাট ফর্মে অনুষ্ঠিত হওয়ার কারনে এবারের মেলায় প্যাভিলিয়ন বিন্যাস হবে অনলাইনের মাধ্যমে। বিভিন্ন তথ্য উপাত্ত পিডিএফ ফাইল, ছবি, ভিডিও এর মাধ্যমে প্রদর্শণ করা হবে। এছাড়া মেলায় মুজিব বর্ষ উপলক্ষে একটি কর্নার থাকবে। সে কর্নারে মুজিব বর্ষের সকল কার্যক্রম প্রদর্শণ করা হবে। তাছাড়া কোভিড-১৯ নিয়েও একটি কর্নার থাকবে মেলায়। সেখানে করোনার পরিস্থিতির সর্বশেষ তথ্য উপাত্ত এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নানাবিধ প্রদক্ষেপ তুলে ধরা হবে।
প্রেস ব্রিফিংয়ে জুম অ্যাপসের মাধ্যমে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (আইসিটি) শরীফ শাওন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবিউর রহমান পিপলু, সজাগ নিউজের সম্পাদক ও প্রকাশক মাহবুব হোসেন সহ সকল উপজেলার নির্বাহী অফিসার, উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশগ্রহন করেন।
