Home শিরোনাম নাটোরে ৩০বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নাটোরে ৩০বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

263
0
সাজাপ্রাপ্ত পলাতক আসামী

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে ৩০বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

আজ ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপনকে গ্রেফতার করা হয়।

সকালে র্যাব নাটোর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৯৯২সালের ১৭মে নলডাঙ্গার বারনাই নদীতে পূর্ব বিরোধের জের ধরে শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপন প্রকাশ্যে শাহাদত আলীকে চুরিকাঘাত করে হত্যা করে।

পরে শাহাদত আলীর ভাই সেকেন্দার আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়েল করে। ওই মামলায় একমাত্র আসামী শাহজাহানকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়। পরে আদালত শাহজাহান আলীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এরপর থেকে শাহজাহান নিজের পরিচয় গোপন করে প্রথমে দিনাজপুরের ফুলবাড়িতে এবং পরবর্তীতে গার্মেন্সে চাকরি করে আসছিলেন। ভোরে শাহজাহান আলী দিনাজপুরে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সিরাজগঞ্জর হাটিকুমরুল থেকে তাকে গ্রেফতার করে।

প্রেসব্রিফিংয়ে র‌্যাব-৫ এর উপ-পরিচালক মেজর হাসান মাহামুদ, নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

Previous articleসিংড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ছাত্রাবাস বন্ধ ঘোষণা
Next articleছিনতাইয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গুরুদাসপুর পুলিশ দিলো মাদক মামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here