
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পাথরবোঝাই ট্রাক থেকে ৪কোটি টাকা মূল্যের ৩কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।এসময় দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলায় এ যাবতকালের সবচেয়ে বেশি মাদকের চোরাচালান বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ট্রাক চালক সাগর আলী (২১) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার সেলিমের ছেলে হেলপার সালাহ উদ্দিন (২১)।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা গাজিপুরগামী একটি ট্রাকে মাদকের বড় চালান যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৩টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে জেলা পুলিশ।

এসময় হলুট রংয়ের একটি পাথর বোঝাই ট্রকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের ড্যাশ বোডের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৯ প্যাকেটে ৪ কোটি টাকা মূল্যের তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার সাগর আলী ও হেলপার সালাহ উদ্দিনকে কে আটক করে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িততদের তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
