
নিজস্ব প্রতিবেদক:
ভুট্টার ফলন বাড়াতে নাটোর সদর উপজেলার ৫০০কৃষককে বিনামূল্যে দেওয়া হচ্ছে উচ্চ ফলনশীল ভুট্টার বীজ।
সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসরান কার্যালয় চত্বরে ৫০জন কৃষকের হাতে ভুট্টার বীজ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল ফারুক।
এসময় সদর উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম, বায়ার ফর বাংলাদেশ এর টেরিটরি এক্সিকিউটিভ অফিসার ওবাইদুর রহমান। বায়ার ফর বাংলাদেশ নামে একটি বীজ কোম্পানী ২কেজি করে ৫০০জন কৃষককে এই বীজ তুলে দিবেন।
হাইব্রীড এ ভুট্টাবীজ অধিক ফলনের পাশাপাশি সমআকৃতির হবে।
