Home শিরোনাম নাটোরে ৬টি দোকানে চুরি, লক্ষাধিক টাকা লুট

নাটোরে ৬টি দোকানে চুরি, লক্ষাধিক টাকা লুট

155
0
৬ দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের কমলা সুপার মার্কেটে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোররা মালামাল না নিলেও দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে লক্ষাধিক টাকা লুট করেছে।

পুলিশ ও ভুক্তভোগিরা জানান, আজ বুধবার ভোরে শহরের প্রাণকেন্দ্র কমলা সুপার মার্কেটে দু’জন চোর ৬টি দোকানের সাটার কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে মধু স্টেশনারীর ৩হাজার, হাসমত স্টেশনারী থেকে ৬৫হাজার, সবুজ স্টেশনারী থেকে ৩০হাজার, সেলিম ও শামীম স্টেশনারী থেকে ৪হাজার এবং সেন্টু স্টেশনারী দোকান থেকে ৪হাজার টাকা লুট করে নেয়।

এছাড়া উত্তরা সুপার মার্কেটে সৈকত চৌধুরির দুটি দোকানের সাটার কেটে প্রবেশে ব্যার্থ হয় তারা।

পুলিশ চোরদের সনাক্তে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। পরে খবর পাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। খুব দ্রুত সংঘবদ্ধ চোরদের আটকের চেস্টা চলছে বলে জানান তিনি।

Previous articleসেই কলেজ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ!
Next articleনাটোরে ট্রাক চাপায় এনজিও’র শাখা ব্যবস্থাপকের মৃত্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here