
নিজস্ব প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে শুরু হয়েছে ৬দিন ব্যাপী অমর একুশে বই মেলা-২০২০।
নাটোর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কানাইখালি স্টেডিয়াম মাঠে বই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছা শরিফুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, সাজেদুর রহমান খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, এনএসআই ডিডি ইকবাল হোসেন, সহ সরকারি দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলার উদ্বোধনী দিনে ঢল নামে বইপ্রেমি মানুষদের। স্থানীয় বিভিন্ন প্রকাশনী মেলায় অংশগ্রহন করে।
