Home নাটোর সদর নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের লকডাউন

নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের লকডাউন

27
0
নাটোরে লকডাউন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বেড়েই চলছে করোনা সংক্রমের হার। নতুন করে আরও ৪৬জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে ৬০শতাংশের ওপরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল বুধবার থেকে -১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

গতরাতে জেলা করোনা সংক্রান্ত জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে লকডাউন চলাকালে সরবরাহ থাকবে জরুরী পণ্য।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শষ্যা সংকটে নাটোর সদর হাসপাতাল। করোনা ওয়ার্ডে নির্ধারিত ৩১শষ্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ৩৯জন রোগি। এতে করে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপরও বাজারগুলোতে স্বাস্থ্য বিধি মানার বালাই নেই জনসাধারনের মাঝে। এখনও মাস্ক ছাড়াই চলছে বেশির ভাগ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here