Home নাটোর সদর নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউন বাড়ল আরও ৭ দিন

নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউন বাড়ল আরও ৭ দিন

66
0
নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউন বাড়ল আরও ৭ দিন

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আরো ৭ দিনের লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।

এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, করোনা সংক্রমন ও মৃত্যু রোধে নাটোরের দুইটি পৌর এলাকা ৭ দিনের লকডাউনের আওতায় আনা হয়। কিন্তু জনগন সামাজিক নিরাপদ দুরত্ব সহ স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় সংক্রমন ও মৃত্যু বেড়েই চলেছে। সেকারনে কঠোর বিধি নিষেধ আরোপ করে বুধবার সকাল ৬টা থেকে আরো ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করা হলো। আগামী ২২ জুন পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৯ জুন সকাল ৬ টা থেকে ১৫ জুন রাত পর্যন্ত লকডাউন দেওয়া হয় প্রথম দফায়। তা চলমান অবস্থায় আজ দুপুরে ১৬ জুন সকাল থেকে ৭ দিনের লকডাউন বৃদ্ধিও ঘোষনা দেওয়া হয়।

Previous articleউপ-সচিব পরিচয়ে ফোন: ২৭হাজার টাকা খোয়ালেন নাটোর সুগার মিলের এমডি
Next articleলেবুর কেজি ১৫ টাকা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here