নাটোর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহরাব হোসেন সোহাগকে পিটিয়ে জখম করেছে বিএনপি কর্মীরা। এতে তার ডান হাত ভেঙে গিয়েছে। বর্তমানে সোহাগ কে রাজশাহী তাহেরপুরে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে সোহাগ নলডাঙ্গা বাজারে তার শ্বশুরের দোকানে যাচ্ছিলো। এসময় নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নলডাঙ্গার যুবদল কর্মী রুপচান সহ ৪ থেকে ৫জন বিএনপি কর্মী তাকে এলোপাথারি মারপিট করে হাত ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহীর তাহেপুরে একটি ক্লিনিকে ভর্তি করে।
এদিকে, সোহাগের ওপর হামলার এঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন নাটোর জেলা আওয়ামীলীগ।