
নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা সদরেই স্থাপিত হবে ডঃ ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়। এজন্য আমার পক্ষ থেকে যা যা করার দরকার সব গুলোই করা হবে।
শনিবার সন্ধ্যায় সজাগ নিউজকে একান্ত সাক্ষাৎকারে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই কথা বলেন।
এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, বিগত দিনে অনেক এমপি-মন্ত্রী জেল সদর বাদ দিয়ে তাদের স্ব স্ব উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেছে। এ পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান জেলা সদরের বাহিরে স্থাপন করা হয়েছে, তার সবগুলোর মুখই থুবড়ে পড়েছে। এতে করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারনের কাজে আসছে না। আর জেলা সদরে স্থাপিত হলে এর সুফল সকলেই ভোগ করতে পারবে।
এমপি শিমুল আরও বলেন, দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন থেকে একাদশ জাতীয় সংসদের জুন মাস পর্যন্ত ডঃ ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নাটোর সদর উপজেলায় স্থাপনের জন্য আমি সিদ্ধান্ত প্রস্তাব এবং ৭১ বিধিতে অব্যাহত ভাবে কৃষি বিশ্ববিদ্যালয় নাটোর সদরে স্থাপনের জন্য দাবি জানিয়ে আসছি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্মতিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতামতের ভিত্তিতে নাটোর সদর উপজেলায় ডঃ ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি নাটোর সদরেই এটি স্থাপিত হবে।
এমপি শিমুল বলেন, নাটোর সদর বাদে অন্যত্র স্থাপন হলে নাটোর সদরের মানুষ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তাছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়টি যাতে নাটোর সদরেই স্থাপিত হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী সহ অন্যান্যেদের হস্তক্ষেপ কামনা করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের নিকট শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা গত ২৫ জুন একটি পত্র প্রেরণ করে। পত্রে নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, নাটোর সদরে ডক্টর ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়, সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরে দুইটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য বলা হয়েছে।
এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ঝড় উঠে বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে। যে যার মত করে স্ব স্ব উপজেলায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটার্স দিয়ে যাচ্ছে।
