Home শিরোনাম নাটোর থেকে বগুড়ায় পাচারকালে ১২শ বস্তা সরকারী সার সহ ৬ জন আটক

নাটোর থেকে বগুড়ায় পাচারকালে ১২শ বস্তা সরকারী সার সহ ৬ জন আটক

156
0
সার সহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর থেকে বগুড়ায় পাচারকালে তিনটি ট্রাকে ১ হাজার ২’শ বস্তা সরকারী ডিএপি সার সহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার রাতে বগুড়ার রানীরহাট এলাকা থেকে সার সহ তাদের আটক করা হয়। পরে জব্দকৃত সার সহ আটককৃতদের নাটোর র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব-৫,সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, নাটোর বিএডিসি গোডাউন থেকে তিনটি ট্রাকে করে সরকারী ডিএপি সার লোড করে চোরাইভাবে বগুড়ায় পাচার করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম দ্রুত অভিয়ান পরিচালনা করেন।

অভিযানকালে বগুড়ার রানীহাট এলাকায় তল্লাশী চৌকি বসানো হয়। এ সময় তিনটি ট্রাক থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চোরাইভাবে সার পাচার করা হচ্ছে এমন তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে তাদের স্বীকারোক্তি মতে তিনটি ট্রাক থেকে ১২শ বস্তা সার উদ্ধার ও তিনটি ট্রাকের চালক সহ ৬ জনকে আটক করে নাটোর র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত সরকারী সারগুলো শুধুমাত্র নাটোর জেলার ভিতরে সরবরাহের জন্য বরাদ্ধ ছিলো অসৎ পথ অবলম্বন করে এগুলো পাচার করা হচ্ছিল। বিষয়টি আরো অনুসন্ধান চালানো হচ্ছে।

তবে ট্রাক চালকরাও স্বীকার করে বলেন, তারা নাটোর বিএডিসি গোডাউন থেকে সারগুলো নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় পৌছে দিতে গিয়েছিলেন।

Previous articleসিংড়ায় প্রতিমন্ত্রী পলকের সুস্থতা কামনায় ৮শতাধিক মসজিদে দোয়া
Next articleআইসিটি প্রতিমন্ত্রী পলকের সুস্থতার জন্য নাটোরে মসজিদে দোয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here