Home নাটোর সদর নাটোর দলিল লেখক অফিসে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশ

নাটোর দলিল লেখক অফিসে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশ

44
0
রেজিষ্ট্রি অফিসে অভিযান

নিজস্ব প্রতিবেদক:
জমি রেজিষ্ট্রি করতে সমিতির নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোর দলিল লেখক অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।

দুপুরে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা নাটোর সাব রেজিষ্ট্রি অফিসে যান। সেখানে দলিল লেখক অফিসে অভিযান পরিচালনা করেন তারা।

এসময় জমি রেজিষ্ট্রি করতে সমিতির নামে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে সমিতির সভাপতি লুৎফর রহমান আনন্দ ও ভুক্তভোগির সঙ্গে কথা বলেন। এসময় সমিতির নামে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমান পান তারা।

পরে সমিতির নামে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য সমিতির সভাপতি লুৎফর রহমান আনন্দকে নির্দেশ দেন।

Previous articleসিংড়ায় ট্রলির চাপায় শিক্ষক নিহত
Next articleহাতের মেহেদীর রং না মুছতেই নিভে গেল জীবন প্রদীপ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here