
নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌর এলাকায় ২নং ওয়ার্ডকে শতভাগ মাস্ক ঘোষণা করেছেন সাবেক কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ।
তিনি ভাটোদাড়া, উলুপুর এলাকায় মাস্ক বিতরনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন।
সাবেক কাউন্সিলর মোঃ জাহিদুর রহমান জাহিদ বলেন, বর্তমানে আমরা করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা করছি, এই সময় সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করা উচিৎ। আমার ২ নং ওয়ার্ডে প্রায় ৮ হাজার ভোটার এবং ২০ হাজারের মত জনসংখ্যা রয়েছে।
করোনা মোকাবেলায় শুধু ভোটার নয় প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে ছোট বড় সবাইকে একটি করে মাস্ক প্রদান করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন করতে চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌর শাখার ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা।
