Home শিরোনাম নাটোর বিসিককে সম্প্রসারণ করে শিল্প নগরী হিসেবে ঘোষণার দাবী

নাটোর বিসিককে সম্প্রসারণ করে শিল্প নগরী হিসেবে ঘোষণার দাবী

210
0
বিসিক শিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরে মাসব্যাপী শুরু হয়েছে বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা। শুক্রবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) নাটোরের উদ্যোগে ও পিপলস ফুটওয়ার এন্ড লেদার গুডস এর সার্বিক সহযোগিতায় দত্তপাড়া বিসিক শিল্পনগরীতে এই মেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি। এছাড়া এফবিসিসিআই-এর পরিচালক এবং নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিসিক নাটোরের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তি ,বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি প্রদীপ কুমার আগরওয়াল প্রমুখ।

আগামী দিনে নাটোর বিসিকের জায়গা সম্প্রসারণ করে বিসিক শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠার জোর দাবী জানানো হয়।

পরে আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মাসব্যাপি চলবে এই মেলা।

এসময় বক্তারা বলেন, নাটোর বিসিক এক বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত। কিন্তু এখানে প্লট ফাঁকা না থাকার কারনে শিল্প মালিকরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারছেনা। আগামী দিনে নাটোর বিসিকের জায়গা সম্প্রসারণ করে বিসিক শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠার জোর দাবী জানানো হয়।

Previous articleনলডাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মিঠুর বাইক শোডাউন
Next articleমুজিববর্ষ ভলিবলে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here