
নিজস্ব প্রতিবেদক:
নাটোর সড়ক ও জনপথ বিভাগে দুটি প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন দূর্নীতি দমন কমিশন (দুদক) এর এনফোর্সমেন্ট দল।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন এর নেতৃত্বে এনফোর্সমেন্টের তিন সদস্য নাটোর সড়ক ও জনপথ বিভাগে যান।
এসময় শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টার সংস্কারের নামে ১৯লাখ টাকা আত্মসাৎ এবং মেকানিক্যাল সেড নির্মানের ১৫লাখ ৬০হাজার টাকার দুর্নীতি এই দুটি প্রকল্পের কাজ পরিদর্শণ করেন তারা। পরে প্রকল্প দুটির যাবতীয় কাজগপত্র সংগ্রহ করেন তারা।
এসময় এনফোর্সমেন্ট দলের অন্য দুই সদস্য দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক কামিয়াব আফতাহি-উন-নবী, কোর্ট পরিদর্শক আমীর হোসাইন সঙ্গে ছিলেন।
অভিযানের সতত্যা নিশ্চিত করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন জানান, প্রকল্প দুটির সমস্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আইনগত প্রদক্ষেপ নেওয়ার জন্য দূর্নীতি দমন কমিশনে দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টার সংস্কারের নামে ১৯লাখ টাকা আত্মসাৎ এবং মেকানিক্যাল সেড নির্মানের ১৫লাখ ৬০হাজার টাকার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করে সজাগ নিউজ। আর প্রকল্প দুটিতে ঠিকাদারের সাথে যোগসাজসে টাকা আত্মসাতের সাথে নাম উঠে আসে সওজের উপ-বিভাগী প্রকৌশলী ইউনুস আলীর বিরুদ্ধে।
