Home শিরোনাম নাটোর সদর হাসপাতালের কর্মচারীদের ৪ঘন্টার কর্মবিরতি পালন

নাটোর সদর হাসপাতালের কর্মচারীদের ৪ঘন্টার কর্মবিরতি পালন

120
0
হাসপাতালে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক:
নিরাপত্তা কর্মিকে ছুরিকাঘাত করে জখম করার প্রতিবাদে নাটোর সদর হাসপাতালের কর্মচারীরা ৪ ঘন্টার কর্মবিরতি পালন করছে। এসময় হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকে।

হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিরা সকালে থেকে কাজে যোগ না দিয়ে জরুরী বিভাগের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করে।এসময় চিকিৎসকদের চেম্বার সহ বিভিন্ন দপ্তরে তালা লাগিয়ে দেয়া হয়। কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও সংহতি প্রকাশ করে প্রতিবাদে অংশ নেন।

পরে নাটোর সদর আসনের সংসদ সদস্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যায় তারা।

গতকাল দুপুরে আল আমিন নামে স্থানীয় এক যুবক নারীদের সিরিয়ালে ঢুকে জোর করে চিকিৎসকের কক্ষে প্রবেশ করার চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মি সুজন তাকে বাধা দিলে সুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আল আমিন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Previous articleইউটিউব দেখে কেঁচো সার উৎপাদন করে জেসমিন’র আয় ১০হাজার টাকা
Next articleইউপি নির্বাচনে নাটোর সদর এবং বড়াইগ্রাম উপজেলায় যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here