Home শিরোনাম নাটোর সদর হাসপাতাল ও পাসপোর্ট অফিসের ৫দালালকে জরিমানা

নাটোর সদর হাসপাতাল ও পাসপোর্ট অফিসের ৫দালালকে জরিমানা

218
0
নাটোর সদর হাসপাতাল ও পাসপোর্ট দালাল

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর হাসপাতাল এবং পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫দালালকে আটক করেছে র‌্যাব।

৫সেপ্টেম্বর বিকেলে সরকারী দুটি সেবা প্রতিষ্ঠানে র‌্যাবের বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫দালালকে ভ্রাম্যমান আদালত ১৭হাজার টাকা জরিমানা করেছে।

আটককৃতরা হচ্ছে, শহরের কান্দিভিটা এলাকার মৃত আলী আশরাফের ছেলে শাকিল,কানাইখালি এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুর রব, মল্লিকহাটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল, পনাল প্রামানিকের ছেলে আমিনুল ইসলাম এবং পাসপোর্ট অফিস এলাকা হতে বড়াইগ্রামের কায়েমখোলা এলাকার আব্দুল খালেকের ছেলে মনজুরুল হক ওরফে সুজন।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল নাটোর সদর হাসপাতাল এবং পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সদর হাসপাতাল চত্বর থেকে প্রতারক দালাল চক্রের চার সদস্য এবং পাসপোর্ট অফিস চত্বর থেকে আরও এক দালালকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমা খাতুন সদর হাসপাতালের চার দালালকে তিন হাজার টাকা করে এবং পাসপোর্ট অফিসের এক দালালকে ৫হাজার টাকা জরিমানা করেন।

এই দালাল চক্রটি রোগিদের ভাগিয়ে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়ে অর্থ আদায় করে আসছিল। এছাড়া পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানায় র্যাব।

Previous articleমাদক সহ ৬মামলার আসামী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি!
Next articleনর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here