Home শিরোনাম নাটোর সার্কিট হাউজে শিমুল-রমজান গ্রুপের সংঘর্ষ: আহত ১০

নাটোর সার্কিট হাউজে শিমুল-রমজান গ্রুপের সংঘর্ষ: আহত ১০

342
0
শিমুল-রমজান গ্রুপ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল নাটোর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে নাটোর সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে নাটোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, প্রচার সম্পাদক মশিউর রহমান মশি, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর সহ দু’গ্রুপের অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে নেতা-কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামীকাল নাটোর জেলা আওয়ামীলীগের দীর্ঘ সাতবছর পর সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় নেতারা স্থানীয় সার্কিট হাউসে আসার কথা শুনে দুপুর থেকেই স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতা-কর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেয়।

বিকেল ৬টার দিকে সার্কিট হাউসে অবস্থান নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নাটোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর সহ দু’গ্রুপের অন্তত ১০জন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সার্কিট হাউজে অবস্থান করছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামীলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল।

Previous articleশ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক
Next articleনাটোর জেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক রমজান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here