Home জেলা সংবাদ নানা আয়োজনে নাটোরে বসন্ত বরণ উৎসব

নানা আয়োজনে নাটোরে বসন্ত বরণ উৎসব

427
0

নিজস্ব প্রতিবেদক
‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। সারা দেশের ন্যায় নাটোরেও নানা আয়োজনে চলছে বসন্ত বরণ উৎসব।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালীতে নাটোরের স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল , জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, পৌর মেয়র উমা চৌধুরি জলি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারী কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ , শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ ফাল্গুনি সাজে র‌্যালীতে যোগ দেন। এ সময় শহর জুড়ে হলুদ আভায় ফাগুনের জানান দেয় আয়োজিনটি।

পরে নাটোর রাজবাড়ি চত্ব্বরের উন্মক্ত মুক্তমঞ্চে নাচ এবং গানের আয়োজন করা হয়।

Previous article৯৪ লাখ টাকার পাজেরো জিপ পাচ্ছে ইউএনওরা
Next articleজাকির মুন্সীর কবিতা ‘আমি হারতে শিখিনি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here