নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
ঈদে নানাবাড়ি বেড়াতে এসে নাটোরের বাগাতিপাড়ায় লাশ হলো সিনহা হোসেন (৭) নামের এক শিশু। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুরের দীঘিপাড়ায় পুকুরের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সিনহা নাটোর সদরের পাইকেরদোলের জালাল উদ্দিনের ছেলে।
সিনহার চাচা জুবায়ের জানান, ঈদের পরদিন মঙ্গলবার উপজেলার সোনাপুরের দীঘিপাড়ায় নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে আসে সিনহা। বুধবার বিকালে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করা হয়। এলাকায় মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে তার নানার বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের লোকজন ।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ধারনা করছি পানিতে ডুবে শিশুটি মারা যেতে পারে। তারপরও ময়নাতদন্তের জন্য আমরা লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
