
শুক্রবার ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের সম্মানে রাজধানীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের (বুয়ামা) ইফতার মাহফিল।
চিকিৎসকরা জানান, দেশের সরকারি হাসপাতালে ইউনানি ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিৎসকরা বেশ সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ব্যক্তিগত চেম্বার ও বিভিন্ন ফার্মাসিউটিকেলসেও রাখছে বড় অবদান।
বক্তারা বলেন, সরকারের অলটারনেটিভ মেডিকেল কেয়ারের আওতায় বিভিন্ন মেডিকেল কলেজ, উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালে আছেন চার শতাধিক চিকিৎসক। দেশের সরকারি হাসপাতালে ২৫ ভাগ রোগিই নিচ্ছেন এই সেবা। পার্শ্বপ্রতিক্রিয়া কম হওয়ায় দিনদিন ন্যাচারাল মেডিসিনের কদর আরও বাড়ছে।
এসোসিয়েশনের সভাপতি ডা. টি.এম সফিউল ইসলামের সভাপতিত্বে ও ডা. তাওহীদ আলবেরুনীর সঞ্চালনায় এ ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. এ.এইচ.এম. মঈনুদ্দিন আহমেদ জিলানী, ডা. মকবুল হোসেন মিন্টু, ডা. মঈন উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের হয়রানী বন্ধে স্বতন্ত্র কাউন্সিল গঠন সহ ইউনানী ও আয়ুর্বেদিক আইন পাশ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
