Home শিরোনাম নির্বাচনে অনিয়ম হলে কারও চাকরি থাকবে না- নাটোরে ডিসি-এসপি

নির্বাচনে অনিয়ম হলে কারও চাকরি থাকবে না- নাটোরে ডিসি-এসপি

192
0
চাকরি থাকবে না

নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫জানুয়ারী অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপে নাটোরের গুরুদাসপুর এবং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এসময় তারা বলেন, নির্বাচনে কোন অনিয়ম হলে কারো চাকরি থাকবে না এবং গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্ব জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি, এসিল্যান্ড মো. আবু রাসেল, ওসি মো. আব্দুল মতিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৫জানুয়ারী গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা ও চাপিলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে নাজিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Previous articleসিংড়া দমদমা স্কুলে ভর্তি বাণিজ্য
Next articleনাটোরে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here