Home শিরোনাম নীড়ে ফিরল ১৫ বকপাখি!

নীড়ে ফিরল ১৫ বকপাখি!

87
0
বক পাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
চলনবিলে দূর্গম এলাকায় অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে ১৫টি বকপাখি উদ্ধার করে অবমুক্ত করেছে পরিবেশকর্মীরা।

সোমবার কাঁকডাকা ভোরে কাঁদা-পানি মাড়িয়ে চলনবিলের সামারকোল এলাকা থেকে এই পাখি উদ্ধার করা হয়। এসময় আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে সোহেল নামের এক কিশোর পাখি শিকারিকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

ধ্বংস করা হয় পাখি শিকারের বিশেষ ফাঁদ ৩টি কিল্লা ঘর। পরে পাখিগুলো শামারকোল বাজার ও চামারী ইউনিয়ন পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়ার চামারী ইউনিয়নের সামারকোল বিলে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ও দেড় কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে পাখি শিকারের বিশেষ ফাঁদ ৩টি কিল্লা ঘর ধ্বংস করা হয়েছে। পরে উদ্ধারকৃত ১৫টি বকপাখি অবমুক্ত ও পাখি শিকার বন্ধে এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

Previous articleনাটোরে খয়রা মেছো পেঁচা উদ্ধার
Next articleগুরুদাসপুরে ২০টি সাদাবক পাখি উদ্ধার: ৭টি ফাঁদ ধ্বংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here