
নিজস্ব প্রতিবেদকঃ
পঁচা খৈইল আর পঁচা শুটকি মাছ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হতো মাছের খাবার। দীর্ঘ দিন ধরেও ছিল লাইসেন্স মেয়াদহীন।
আর এভাবেই মাছের খাদ্য তৈরী করে আসছিল নাটোর সদর উপজেলার আহমেদপুর ব্রীজ সংলগ্ন ইউনিটি মৎস্য ফিড মিল। নকল মৎস্য খাবার তৈরী করে দুই তিন-বছর ধরে বাজারে বিক্রি করে আসছিল মিল কর্তৃপক্ষ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযানে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী কারখানাটি সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত মুন্সি ও সহকারী মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও চরতেবাড়িয়া মৎস্য অভয়ারন্য স্থানে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দ্বিতীয়বার খরা জাল স্থাপনের অপরাধে আমির চাঁদ (৫৫) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
