Home শিরোনাম ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের স্টপেজ দাবীতে সোচ্চার হচ্ছে নাটোরবাসী!

‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের স্টপেজ দাবীতে সোচ্চার হচ্ছে নাটোরবাসী!

2796
0

নিজস্ব প্রতিবেদক:
আর ৩ দিন পরেই (২৫ মে) চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’। ট্রেনটি উত্তরের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও থামলেও থামছে না নাটোর রেল স্টেশনে। তবে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি নাটোর রেল স্টেশনে স্টপেজ এর দাবীতে সোচ্চার হচ্ছে নাটোরবাসী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে আন্দোলণ করার জন্য প্রস্তুতি চলছিল। তবে রেল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার শহিদুল ইসলামের বাড়ি নাটোরের পালপাড়ায় হওযার পরও নাটোরবাসী সুবিধা বঞ্চিত হবে এমনটি আশা করছেনা নাটোরবাসী। অবিলম্বে তারা বিরতিহীন ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস নাটোর স্টেশনে স্টপেজ এর ব্যবস্থা করবেন।

বুধবার রাতে নাটোর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি রেজাউল করিম রেজা তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটার্স দেন। সেখানে রেজাউল করিম রেজা লেখেন ‘২৫ মে থেকে চালু হচ্ছে বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস। ট্রেনটি দিনাজপুর, ঠাকুরগাঁও থামলেও থামছে না নাটোরে। নাটোরবাসি হিসেবে আপনি কি একমত?-তার এমন স্ট্যাটার্সে ৮৩জন মন্তব্য এবং তিনজন শেয়ার করেছেন।
শংকর দাস নামে একজন লেখেছেন, রেজা্উল ভাই অনেক অনেক বিষয় নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আসুন এ নিয়ে আবারো আন্দোলন করি’
পলাশ খান লিখেছেন, নাটোরের ট্রেনের স্টপেজ দিলে অনেক মানুষের উপকার হবে। আমরা নাটোরে স্টপেজ চাই।
বুলবুল আহমেদ মন্তব্য করেছেন, স্টপেজের জন্য নাটোর বাসীকে আন্দোলন করতে হবে। আন্দোলনের কোন বিকল্প নেই। আর এই আন্দোলনে সব সময় থাকবো ভাই।
মানিক রায় লিখেন, আমাদের মাননীয় এমপি মহোদয় যেহেতু রেল মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সেহেতু তিনি নাটোরবাসীর দাবীর ব্যাপারে সচেষ্ট হবেন৷
আবু তাহের লিখেছেন, উত্তর বংগের মধ্যে নাটোরের ভৌগলিক অবস্হান এতটাই গুরুত্ব পূর্ন যে রাজা বাদশাহ রা এখানে থাকার প্রয়োজন মনে করেছে।অথচ জেলা হিসেবে নাটোরের কোন উন্নয়ন কোন নেতা করতে পারেনি।যেমন গ্যাস নাটোরের উপর দিয়ে যায় সেই গ্যাস খায় রাজশাহী ওয়ালারা।তেমনি ভাবে ঐ ট্রেনও বুড়ো আংগুল দেখিয়ে নাটোর বাসিকে ফাকি দিয়ে চলে যাবে।আমরা শুধু দর্শক হয়ে দেখব।নাটোরকে বলবে টা টা ভাল থেক।
সাংবাদিক মুনজুরুল হাসান মন্তব্য করেছে, স্টপেজ হিসাবে নাটোর রেলওয়ে স্টেশন অনেক গুরুত্বপূর্ন। কেননা নাটোরে স্টপেজ দিলে পূর্ব-দক্ষিনে পাবনা,কুষ্টিয়া,যশোহর,খুলনা জেলায় সড়ক পথে যাত্রীগন যেতে পারবেন।আবার পশ্চিমে রাজশাহী,চাপাইনবাবগঞ্জ জেলায় সড়ক পথে যেতে পারবেন। বিষটি বিবেচনার দাবি রাখে।

নাটোর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি রেজাউল করিম রেজা বলেন, নাটোর রেল স্টেশন অনেক পুরনো। তাছাড়া নাটোরের অনেক ঐতিহ্যও রয়েছে। রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার শহিদুল ইসলামের বাড়ি নাটোরের পালপাড়ায়। সে দিক থেকে আমরা দাবী তুলতেই পারি। তবে রাজনৈতিক সদিচ্ছা না হলে নাটোরবাসীর এই দাবী পুরন হবে না। আমরা বিরতিহীন ট্রেনটির স্টপেজ এর জন্য দরকার হলে আন্দোলনে নামবো। আমরা বিশ্বাস করি নাটোরের স্বার্থে এই আন্দোলনে আমরা সবাইকে পাবো।

রেলের একটি সূত্র জানায়, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে এসি, নন এসি মিলে মোট ১হাজার ১০০টি সিট রয়েছে। শুধুমাত্র ঈদ বা বিভিন্ন পার্বন ছাড়া ওই ট্রেনের যথেষ্ট যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে ট্রেনটিতে পর্যাপ্ত পরিমানে যাত্রীর জন্য নাটোর রেল স্টেশনে স্টপেজ এর কোন বিকল্প নেই।

এবিষয়ে নাটোর রেল স্ট্রেশন ম্যানেজার অশোক কুমার চক্রবর্তী বলেন, নাটোর রেল স্টেশন সেই ব্রিটিশ আমল থেকে সেবা দিয়ে আসছে। সে দিক থেকে নাটোরবাসী বিরতিহীন ট্রেন ‘পঞ্চপড় এক্সপ্রেস’ এর স্টেপেজ দাবী করতে পারে। আমরাও নাটোরবাসী হিসেবে রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে দাবী জানাবো।

Previous articleইন্টারনেট সেন্সরশিপের শিকার আরেকটি গণমাধ্যম
Next articleধান ক্রয় করতে কৃষকের নামে ‘লটারী’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here