
নলডাঙ্গা প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার কর্তৃক বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে ক্যাটাগরী (গ)তে পদক পেলো,নাটোরের পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলা।
রবিবার (২৪ জুলাই) জাতীয় বৃক্ষমেলা ২০২২ সমাপনী অনুষ্টানে আগারগাঁও বনভবনের হৈমন্তি মিলনায়তনে সংগঠনের পক্ষে পদক গ্রহন করেন,সবুজ বাংলার প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি, উপমন্ত্রী জনাব হাবিবুন নাহার এমপি,মন্ত্রনালয়ের মাননীয় সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন,প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিগত ১১ বছর যাবৎ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনটি নাটোর জেলার বিভিন্ন এলাকাসহ সিরাজগঞ্জ, পাবনা,নাটোর, নওগা, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ সমগ্র উত্তরাঞ্চলে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা,সেমিনার, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা,শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি (জাল, ফাঁদ, ধনুক, গুলতি, বাটুল, এয়ারগান ইত্যাদি)উদ্ধারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। বন অধিদপ্তরের তত্ত্বাবধানে/সহয়োগিতায়“সবুজ বাংলা” স্তন্যপায়ী,পাখি,সরীসৃপসহ প্রায় দুই হাজারটি বন্যপ্রাণী উদ্ধার (২০২১পর্যন্তু) ও প্রায় ৫শটি বন্যপ্রাণীকে প্রাথমিক চিকিৎসা প্রদানপূর্বক প্রকৃতিতে অবমুক্ত করতে সক্ষম হয়েছে।
নাটোর জেলাধীন বিভিন্ন এলকায় পাখি শিকার রোধে প্রচার-প্রচারণা ও বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনের বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার-প্রচারণার পরিপ্রেক্ষিতে নাটোরসহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ ও বন্যপ্রাণী দ্বন্দ্ব হ্রাস পেতে শুরু করেছে।
ফজলে রাব্বী বলেন, এ সম্মান,এ অর্জন প্রিয় সংগঠন সবুজ বাংলা এর সাথে সংশ্লিষ্ট সকলের,যারা এক মুহুর্তের জন্য হলেও সবুজ বাংলাকে নিয়ে ভেবেছেন,কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন,সহযোগিতা করেছেন এবং শক্ত হাতে প্রত্যাক্ষ পরোক্ষেভাবে নেতৃত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি, এই আনন্দলগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এই স্বীকৃতি অর্জন সবুজ বাংলাকে আরো বেশী শানিত করবে,অনুপ্রেরনা যোগাবে,বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনের কার্যক্রমকে আরো বেগবান করবে। নব উদ্যমে তারুণ্যের শক্তিতে সামনে দিনে সবুজ বাংলা বিশ্ব মঞ্চে একদিন মাথা উচু করে দাঁড়াবে। বরাবরের মত,সামনের দিনেও বাংলাদেশের পরিবেশ,বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষনে আপনাদের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করি।
