
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইড়। শুক্রবার ভোরে জেলার লালপুরের স্থানীয় জেলেরা পদ্মা নদী থেকে আইড় মাছটি জালে শিকার করে।
পরবর্তীতে পার্শ্ববর্তী বাঘা উপজেলার বাঘা বাজারে মাছ আড়তে নিয়ে যায়। সেখান থেকে ফজলুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী আইড় মাছটি ক্রয় করে দুপুরে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্রির জন্য নিয়ে আসে।
এসময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। কেউ কেউ মাছের ছবি তুলে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ সময় মাছ বিক্রির জন্য দায়িত্বে থাকা ব্যবসায়ী জাকির হোসেন প্রতি কেজি এক হাজার টাকা মাছের দাম হাকেন। কিন্তু ক্রেতাদের আগ্রহ কম থাকায় ৮’শ টাকা কেজি পর্যন্ত দাম বলেছে কেউ কেউ।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি বিক্রির অপেক্ষায় ছিল। সবশেষ খবর পাওয়া পর্যন্ত কেউ মাছটি ক্রয় করেনি।
