Home জেলা সংবাদ পর্যায়ক্রমে আরও ৫হাজার পরিবার পাবে ঘর- নাটোরের জেলা প্রশাসক

পর্যায়ক্রমে আরও ৫হাজার পরিবার পাবে ঘর- নাটোরের জেলা প্রশাসক

224
0
আরও ৫হাজার পরিবার পাবে ঘর- নাটোরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষে নাটোরের ৭টি উপজেলায় প্রথম পর্যায়ে ৫৫৮ গৃহহীন পরিবারকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ঘর। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর ওইসব ঘর মালিকদের কাছে দলিল হস্তান্তর করা হবে। এছাড়া নানা ধরনের জরিপের মাধ্যমে নাটোর জেলায় আর ৪হাজার ৯৬৭ পরিবারকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে যাদের জমি ও ঘর কোনটাই নেই তাদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন করা হয়েছে। বাকীদেরও পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২১শে জানুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

আরও পড়ুন: নাটোরে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৫৫৮টি গৃহহীন পরিবার

জেলা প্রশাসক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক পূনর্বাসনের লক্ষ্যে সারাদেশে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।

গত ডিসেম্বরে এই প্যাকেজে ৯ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে নাটোরের ৭ উপজেলায় ৫৫৮টি ঘর নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে নাটোর সদরে ১৬২টি, সিংড়ায় ৬০টি, গুরুদাসপুরে ৫০টি, বড়াইগ্রামে ১৬০টি, লালপুরে ৪২টি, বাগাতিপাড়ায় ৪৪টি ও নলডাঙ্গায় ৪০টি ঘরের নির্মাণ কাজ সমাপ্তির পথে। এখন কবুলিয়াত ও সনদ প্রদানের কাজ চলমান রয়েছে।

এসময় প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলক প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, আরডিসি জিয়াউর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর জুয়েল আহমেদ, সহকারী কমিশনার (আইসিটি) শরীফ শাওনসহ প্রকল্প সংশ্লিষ্টরা।

Previous articleনাটোরে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৫৫৮টি গৃহহীন পরিবার
Next articleগুরুদাসপুরে নর্বনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here