
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরে পাঁচ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রতিবন্ধি সমিতির সভাপতি ওসমান গনি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাসুদ রানা, আব্দুর সোবহান প্রামানিত, আতিকুর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুর বারী মুজমদার সহ অন্যান্যেরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজ অর্থায়নে উপজেলার ৪৬০জন শারীরিক প্রতিবন্ধীদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
