Home কৃষি পাওয়ার ক্রাসার বন্ধে কঠোর অভিযানে নাটোর সুগার মিলস

পাওয়ার ক্রাসার বন্ধে কঠোর অভিযানে নাটোর সুগার মিলস

561
0

নিজস্ব প্রতিবেদক

নাটোর সুগার মিলসকে লাভজনক করতে অবৈধ পাওয়ার ক্রাসারে বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিল কর্তৃপক্ষ। পর্যাপ্ত পরিমানে আখ সরবরাহের লক্ষে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে মিল কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ১২টি স্থানে অভিযান পরিচালনা করেছে নাটোর সুগার মিলস কর্তৃপক্ষ। এই অভিযানে জব্দ করা হয়েছে ৫টি অবৈধ পাওয়ার ক্রাসার ও যন্ত্রাংশ।

সূত্র জানায়, মিল জোন এলাকায় পাওয়ার ক্রাসারে আখ মাড়াই করে গুড় তৈরী ও গুড় পরিবহন বন্ধে নিষেধাক্কা জারি করেছে জেলা প্রশাসন। এজন্য জেলা প্রশাসক মো: শাহরিয়াজ স্বাক্ষরিত প্রচারপত্র সাধারণ মানুষদের মাঝে বিলি করা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের চলতি বছরের ২৯ জুলাই প্রকাশিত এক প্রজ্ঞাপনে ১জুলাই থেকে ২০২০সালে ৩১মে পর্যন্ত মিল জোন এলাকায় শক্তিচালিত মাড়াইকলে আখ মাড়াই নিষেধাক্কা জারি করা হয়েছে। এই নিষেধাক্কা অমান্য করে কেউ আখ মাড়াই করলে জেল জরিমানার ঘোষনা দিয়েছে প্রশাসন।

নাটোর সুগার মিল সূত্রে জানায়, মিলের নিজস্ব খামারে উৎপাদিত আখসহ এবছর মিল জোনে ১লাখ ৬৩হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ১৩হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করতে চায় তারা। এই লক্ষ্য নিয়ে চলতি বছরের নভেম্বর মাসের শুরুতেই সুগার মিলটি আখ মাড়াই শুরু হবে।

এই লক্ষ্য নিয়েই মিল জোন এলাকায় যাতে অবৈধ পাওয়ার ক্রাসারের মাধ্যমে আখ মাড়াই করতে না পারে সেজন্য সময় মত চাষীদের টাকা পরিশোধ, পাওয়ার ক্রাসারে আখ মাড়াই না করতে সচেতন সহ বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছে মিল কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে সম্প্রতি নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও নাটোর সুগার মিলস কর্তৃপক্ষ। এই অভিযানে নেতৃব্ত দেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি এবং নাটোর সুগার মিলসের বিএসএফআইসির উপ-প্রধান (প্রশাসন) মেহরাব হুসেইন।

এসময় উপ প্রধান (এ্যাগ্রোনমি) ফারুক আহমেদ, নলডাঙ্গার সাবজোন প্রধান আব্দুল কুদ্দুস সুমন উপস্থিত ছিলেন।

১২ টি স্থানে অভিযান চালিয়ে ৫টি অবৈধ মাড়াইকল ও প্রচুর যন্ত্রাংশ জব্দ এবং ১৬০ কেজি ভেজাল গুড়, ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। এছাড়া, খাদ্যে ব্যবহৃত বিষাক্ত হাইড্রোজ ও রাসায়নিক দ্রব্যাদি জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে নাটোর সুগার মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক এএফএম জিয়াউল ফারুক বলেন, ‘রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে, সরকারি নির্দেশ ও আইন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Previous articleসিংড়ায় ইউপি সচিবকে মারধর করলেন যুবলীগ নেতা
Next articleআক্ষেপ দূর হলো অলোকা ভৌমিকের…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here