
নিজস্ব প্রতিবেদক:
গুরুদাসপুরে লাইসেন্স বিহীন দোকানে পাখি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা উপজেলা পৌর সদরের চাঁচকৈড় কাঠ হাটায় দুই দোকানে অভিযান পরিচালনা করে।
এসময় অপরাধ স্বীকার করায় বাণিজ্যিক ভাবে পাখি পালন করে বিক্রি ও লাইসেন্স না থাকার কারনে বন্য প্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ এর ৩৯ ধারায় ব্যবসায়ী আব্দুর রহমানকে ২০ হাজার টাকা ও আলাল উদ্দিন কে ১০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের মধ্যে লাইসেন্স করার জন্য সময় দেওয়া হয়।
এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৫ এর মোঃ মাসুদ রানা ও র্যাবের সদস্যবৃন্দ।
