
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
এখন চলছে শীত মৌসুম,খাল-বিলে কমতে শুরু করেছে পানি। দেখা দিয়েছে দেশী বিদেশী পাখির আনাগোনা ।
কিন্তু,শীত মৌসুম এলেই কিছু অসাধু মানুষ এসব নিরীহ পাখি হত্যা,ক্রয়,বিক্রয় করে থাকে,পাখি নিধন বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে ও অসাধুদের সতর্ক করতে বুধবার বিকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও বিভিন্ন স্থানে ও বিল এলাকায় পাখি শিকার বন্ধ করতে ও পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ এমন ব্যানার স্থাপন করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, রোভার স্কাউটের সদস্যরা ও সবুজ বাংলা (বিবিসিএফ সদস্য সংগঠন)এর সদস্যরাসহ প্রমূখ।
বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান,বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে -পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয় বিক্রয় দন্ডনীয় অপরাধ যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদন্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা। বন্যপ্রাণী আটক, হত্যা, আটক ও ক্রয় বিক্রয় দন্ডনীয় অপরাধ যার সর্বোচ্চ শাস্তি ১২ বছর কারাদন্ড এবং ১৫ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে।
