Home শিরোনাম পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা: প্রাণ গেল দুই যুবকের

পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা: প্রাণ গেল দুই যুবকের

92
0
নাটোর মানচিত্র

নিজস্ব প্রতিবেদক:
বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেছেন দুই যুবকের। নাটোরের সিংড়া ও গুরুদাসপুরে পৃথক দুটি ঘটনায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হচ্ছেন, সিংড়ার চামারী ইউনিয়নের গুটিয়া গ্রামের আবুল কালামের ছেলে জয় আহমেদ (১৬) এবং গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর এলাকার আনছার আলীর ছেলে আপেল আহমেদ (২২)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন জয় আহমেদ।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সোনার মোড় এলাকায় গাছের সাথে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা জয় ও তার বন্ধুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাকরা জয় কে মৃত ঘোষণা করে। এসময় আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, গতরাত ১০টার দিকে জেলার গুরুদাসপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা গেলে আপেল আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর বটতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল যোগে তিনজন নাজিরপুর থেকে বাড়ি ফিরছিল। এ সময় বুধবার রাত ১০টার দিকে নাজিরপুরের বেড়গঙ্গারামপুর এলাকার লিচুর আড়ত বটতলার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আপেলের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর দুইজনকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Previous articleসিংড়ায় ইউপি চেয়ারম্যান রুবেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
Next articleসিংড়ায় চাকুরি মেলায় প্রায় ৪হাজার সিভি জমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here