
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা এলাকায় ভ্রাম্যমান অদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, অবৈধ ভাবে তিন ফসলি জমিতে শ্রমিক দিয়ে পুকুর খনন করছিলো ওই এলাকার মামুন সরদার ও আব্দুর রহিম। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার ১৫(১) ধারায় মামুন সরদারকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল এবং আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা ও অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।
