
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসকে পুনরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানিয়েছেন ৩০টি শ্রমিক সংগঠণ। এজন্য সমাবেশ ও দোয়া মাহফিল করেছে তারা।
শুক্রবার সন্ধ্যায় সিংড়া পৌর বাস টার্মিনালে সিংড়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আমি শ্রমিকের সন্তান। বিগত করোনার সময় আপনাদের পাশে ছিলাম, আগামী দিনে মনোনয়ন পেলে নির্বাচিত হলে যে কোন আপদ-বিপদে আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, সিংড়ায় একটি শেখ রাসেল শিশু পার্ক নির্মানাধিণ। আগামী দিনে শিশুদের মানসিক বিকাশের জন্য পার্কটি সমাপ্ত করা হবে। তাছাড়া সিংড়া পৌর এলাকার মানুষদের জন্য নিরাপত্তার কথা চিন্তা করে প্রবেশদ্বার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
মেয়র ফেরদৌস বলেন, করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যার কারনে অনেক প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাশ হচ্ছে। কিন্তু গরীব মেধাবী শিক্ষার্থীরা ইন্টারনেটের অভাবে ক্লাশ করতে পারছেনা। তাদের জন্য পৌর এলাকার গুরুত্বপূর্ন স্থানগুলোতে ফ্রি ওয়াই ফাই জোন করে দেওয়া হচ্ছে। যেটি ব্যবহার করে তারা ক্লাশ করতে পারবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আগামী দিনে মনোনয়ণ পেয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ পেতে পারি।
সিংড়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা পৌর মেয়রের সমর্থনে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আগামী পৌর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক মেয়র, কর্মী ও শ্রমিক বান্ধব মেয়র হিসেবে জান্নাতুল ফেরদৌস কে পুনরায় মনোনয়ন দেয়ার অনুরোধ জানান।
