
আমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। সামান্য একটি চাকুরী করে জীবনযাপন করি। চাহিদা,প্রেম,কাম দ্রোহ কোন কিছুর ই উর্দ্ধে আমার মানব স্বত্ত্বা নয় নিশ্চয়ই।ষড়ঋতু এবং ষড়ঋপু সবকিছুই আমাকে ভাবায়।স্রোতে গা ভেসে দেয়ার মত অভ্যাস ছোট বেলা থেকেই ছিল না।কিন্তু পাঠক,এই ষড়ঋপুই হল ঝামেলা।আমার না।আজকাল দেখছি পত্রিকায় অনলাইনে সবখানে। আচ্ছা ধর্ষণ কি মানুষিক কোন রোগ.?নাকি এদের বাবা-মা শিখিয়েই বড় করে এভাবে যে- বাবা এটা করতে হয়।
কেউ যদি কাম উত্তেজনায় ভোগে আর সে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার অনুমোদিত পতিতা পল্লী তে যাওয়া উচিত।আরে ভাই,৭২ বয়সি দাদি-নানীর শরীরে আপনি কি কাম খুঁজে পান! এমন মানুষ দেখলে মানুষ শ্রদ্ধায় মাথা নত করে চলে এই ভেবে যে,আরে মুরুব্বি মানুষ!পুরুষ হিসাবে সে বিকলংগ। শরীর অবয়বে এবং অবশ্যই বিবেক এ।যার দৃষ্টি অন্য মেয়েদের জামা ভেদ করে ভেতরে ঢুকে।আমার খুব জানতে ইচ্ছে করে এরা নিজের বোন কে কিভাবে আদর করে। মাথায় হাত বুলায়.? এরা জন্মদায়ি মা কে কিভাবে মা বলে ডাকে.?নাকি মা কে এরা- মাগি বেশ্যা এসব বলে ডাকে.! ছোট বোনের বিয়ে হলে কি বোন কে জরিয়ে ধরে কাঁদে.! বলে ভাল থাকিস বোন.! এদের মা মারা গেলে হাউমাউ করে কাঁদে.! নাকি বলে- দূর মরছে ভাল হইছে আজাইরা একটা.!
আমার জানতে ইচ্ছে করে খুব সজ্ঞানে ওজ্ঞানেও। কোন ধর্ষক কে কি কোন মা জন্ম দেয়।নাকি সে ব্যাধিগ্রস্থ।জ্বর হলে যেমন ওষুধ আছে।এই ধর্ষণ এর ও বিচার আছে।খুব বেশি না শুধু প্রসাব এর রাস্তাটা কেটে ফেললেই হবে।একটু লাগবে কিঞ্চিৎ। আরে সাহস করে ধর্ষণ করতে পারেন।আর এতটুকু কেটে ফেললে কি হবে ভাইয়া, কিচ্ছু না!যৌবনজ্বালা আলুথালু করবে অনুমোদিত পতিতা পল্লী তে যাবেন।বিশ্ব এগিয়ে যাচ্ছে। মা বোন দের নির্বিঘ্নে রাস্তাঘাট চলতে দিন।উৎসব আমেজে সুন্দর সাজে বন্ধু আত্মীয় পরিচিত জনদের সাথে সময় কাটাতে দিন।আপনি পারেন না দোষ আপনার।টি- শার্ট পড়া মেয়ে দেখলে আপনার বিশেষ অংগ যদি দাঁড়িয়ে যায় তাহলে দোষ আপনার।অংগ সাবধানে রাখুন।অংগ বেশি বিরক্ত করলে কেটেই ফেলুন,কি আর করা।উপরে আধুনিকতা আর ভেতরে আদিমতা ধারণ করবেন না।
আমি পুরুষ। তুমি পুরুষ। পুরুষ মানে প্রেমিক।পুরুষ অগ্নিগিরির লার্ভা হাতে নিয়ে বর্ষা বন্দনা করতে জানে।পুরুষ কিউকারাডাং এ ভালবেসে গোলাপ লাগায়।পুরুষ বিবেকের একটা নাম।
লেখক:- আরিফ হাসান
টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার
