
নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবৈধ যানবাহন থেকে যুবলীগ নেতা মিঠুন আলীর চাঁদা বাজি বন্ধ করে দিয়ে পুলিশ। চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তির নি:শ্বাস ফেলেছে যানবাহন চালকরা।
গত ৩ সেপ্টেম্বর নাটোরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজ ডট কমে ‘নাটোরে মহাসড়কে যুবলীগ নেতার চাঁদাবাজি’ সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর নাটোর জুড়ে তোলপার সৃষ্টি হয়।
যুবলীগ নেতা মিঠুন আলীর চাঁদাবাজির বিষয়টি নাটোরে টক অব দি টাউনে পরিণত হয় । এরপর অবৈধ থ্রি হুইলালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে জেলা পুলিশ। পুলিশি অভিযানের মুখে চাঁদাবাজরা গাঁ ঢাকা দিয়েছেন।
আর স্বস্তি ফিরে এসেছে নাটোর থেকে সিংড়া ও আত্রাই উপজেলায় চলাচলরত অটো ও সিএনজি চালকদের মধ্যে ।
এদিকে নাটোরে সদ্য যোগদানকারী পুলিশ সুপার লিটন কুমার সাহা, সড়ক পথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টোলারেন্স ঘোষণা করেছেন । চাঁদাবাজির সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না বলে তিনি হুশিয়ারী দিয়েছেন।
