
পোস্টার গলির ছেলে
জাকির মুন্সী
জীবন নামের এক ছোট্ট ছেলে
বসবাস করে এক পোস্টার গলিতে।
পোস্টার বিক্রির উপার্জিত আয়ে
কোনমতে কষ্টের সংসার চালায় সে।
রোজ রোজ সকালে ঘর থেকে বেরিয়ে
দশ-বার মাইল খালি পায়ে হেঁটে,
পোস্টার বিলিয়ে যে সামান্য আয় করে
পরিবারের সবার মুখে হাসি এনে দেয় সে।
তাঁর আছে পিতা-মাতা ভাই-বোন স্বজন
সকলে চেয়ে থাকে, ঘরে ফিরে সে কখন।
তাঁকে দেখে সকলে চেয়ে থাকে হাতে
পোস্টার বিক্রি শেষে কি নিয়ে আসে।
বয়স তাঁর মাত্র দশ, যখন হাতে শোভা পায়
শুধুই পড়া লেখার উপকরণ।
পড়া লেখা বাদ দিয়ে পোস্টার বিলিয়ে
পরিবারে সুখ দিয়ে বেশ সুখি গলির ছেলে।
পোস্টার গলির ছেলে শুধু এমনটাই নয়
তাঁর মতো আছে আরও হাজারো ছেলে,
জন্ম যাঁদের অভাব আর অনটনের ঘরে।
দারিদ্র্য সংসারে কষ্টের পদতলে
হৃদয়ে লালিত যে স্বপ্ন ভাসে
হয়তোবা চিরকাল অধরাই রয়ে যাবে।
