Home সংবাদ সারাদেশ পৌরসভার ভোট যথাসময়ে

পৌরসভার ভোট যথাসময়ে

400
0
পৌরসভা নির্বাচন

পৌরসভা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিশনের সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২১ সালের প্রথমদিকে অনেক পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। এসব পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পৌরসভা আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিধি-বিধানও উল্লেখ করা হয়। এতে বলা হয় পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে পৌরসভা সাধারণ নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পৌরসভাগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

Previous articleরিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ
Next articleবড়াইগ্রাম আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here