
নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর এবং লালপুরের গোপালপুর পৌরসভা নির্বাচন পরিচালনার জন্য ২৯সদস্যের সমন্বয় কমিটি গঠণ করেছে নাটোর জেলা আওয়ামীলীগ।
গত ২৪ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল স্বাক্ষরিত এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে।
এছাড়া কমিটিতে নাটোর পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাধারণ সম্পাদককে সদস্য রাখা হয়েছে।
কমিটির সকলকে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস এবং উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম এর সাথে যোগাযোগ করে সকল প্রোগ্রাম সফল করার জন্য বলা হয়েছে।
