Home জেলা সংবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিছেন ঠিকাদার মির্জা খোকন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিছেন ঠিকাদার মির্জা খোকন

572
0
সংবাদের প্রতিবাদ

গত জুন ৯ রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল পদ্মা টাইমস ২৪ ডট কমে ‘নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলে টেন্ডারবাজির অভিযোগ’ এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সেই সংবাদের একাংশ প্রতিবাদ জানিয়েছেন নাটোরের ঠিকাদার মির্জা খোকন। সংবাদে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু গণমাধ্যমের কাছে বলেছেন, নাটোরের ঠিকাদার মির্জা খোকন টেন্ডারে অনিয়ম- দূর্নীতির অভিযোগ করেছেন তার কাছে। কিন্তু ঠিকাদার মির্জা খোকন ওই টেন্ডারে অংশ গ্রহন করলেও তিনি নিয়ম অনুযায়ী কাজ পাননি। তাছাড়া টেন্ডার নিয়ে তার কোন অভিযোগও নেই।

মির্জা খোকন এক প্রতিবাদলীপিতে বলেন, নিয়ম অনুযায়ীই টেন্ডার হয়েছে। এই টেন্ডার নিয়ে তার কোন অভিযোগ নেই। আর এই বিষয়ে আওয়ামীলীগ নেতা আফতাব হোসেন ঝুলফুর সাথে তার কোন কথা হয়নি। আওয়ামীলীগ নেতা আফতাব হোসেন ঝুলফু আমার বরাদ দিয়ে গণমাধ্যমের কাছে মিথ্যা এবং বানোয়াট অভিযোগ করেছে। তাছাড়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং হেয় করার চেস্টা করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Previous articleভাসুর ভাইবউয়ের পরকীয়ায় বলি ছোটভাই মিঠু
Next articleশিক্ষানবিশ সংবাদ কর্মী নেবে কালেরকণ্ঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here