Home শিরোনাম প্রকাশ্যে সাংসদ কুদ্দুসের গাড়ী পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশ্যে সাংসদ কুদ্দুসের গাড়ী পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান

308
0
সাংসদ কুদ্দুসকে হুমকি

নিজস্ব প্রতিবেদক:
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দেয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এনিয়ে নাটোরের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে ডা সিদ্দিকুর রহমান পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর সৃষ্টি হয়েছে উত্তেজনা। এবিষয়ে রাতেই থানায় জিডি করেছেন আওয়ামীলীগ নেতা সারোয়ার উদ্দিন মোল্লা।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা এলাকায় এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দিতে নিজ সমর্থকদের নির্দেশ দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিষয়টি নিয়ে বেশ কয়েক সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে চাঞ্চল্য শুরু হয় নাটোরের রাজনীতিতে। পরে রাতেই স্থানীয় দুই নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন মোল্লা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ডা সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই প্রতিবেদককে বলেন, বিগত দিনে সাংসদ আব্দুল কুদ্দুস নৌকা মার্কা নিয়ে এমপি হয়ে সে নৌকার বিরোধিতা করেছে। আসন্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণায় হওয়ায় তিনি আবারো নৌকার বিরোধিতা করছেন। যার কারনে একজন এমপি হওয়ার পর ট্যাক্স ফি গাড়ী নিয়ে নৌকার বিরোধিতা করবে, সেকারনে তার গাড়ী পুড়িয়ে দেওয়ার ঘোষনা দিয়েছি।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান,জিডি রেকর্ড করে তারা আদালতে প্রেরণ করেছেন।আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous articleনাটোরে বর্ণিল আয়োজনে নিউজবাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Next articleনাটোরে গায়েবি প্রতিষ্ঠানের নামে বিএডিসির ডিলারশীপ: প্রতিবাদে ডিসিকে স্মারকলিপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here