
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়ণে নাটোর জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-তরুণ-তরুণী ও আদিবাসী ছেলে-মেয়েদের ‘উই এ্যাবল’ প্রজেক্টের আওতায় বিনামূল্যে কম্পিউটার ও আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে।
তথ্য ও প্রযুক্তি যুগে তারা সমাজ ও পরিবারের বোঝা নয় বরং আইটি প্রশিক্ষণের মাধ্যমে আত্নকর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আয়ের উৎস হবে। তাঁদের লুকায়িত প্রতিভাকে বিকাশিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করাই মূল উদ্দেশ্য।
আগ্রহী প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণ আগামী ০৬/০২/২০২০ইং তারিখের মধ্যে অফিস চলাকালিন সময়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, সেল নং-০১ দ্বিতীয় তলা, সেল নং-০৯-১০, প্রথম তলা বা ০১৭৯২৫০৬১১৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তি:
