
ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো টেনিস টুর্নামেন্টে অংশগ্রহন করেছেন নাটোর জেলা দল। নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টে বয়স ভিত্তিক ৩টি দল প্রথমবারের মতো অংশগ্রহন করেছে।
প্রথমবার অংশগ্রহন করেই বাজিমাত করেছে জেলা টেনিস দলটি। ১৮ অক্টোবর মাদারিপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে জয়লাভ করেছে নাটোর জেলা ক্রীড়া সংস্থার দলটি।
সূত্র জানায়, নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ টেনিস টুর্নামেন্টে মোট ১৫টি দল অংশগ্রহন করছে। স্বাগতিক নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, ঠাকুরগাঁও, মাদারিপুর, মাগুরা সহ ১৫টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে।
নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান, প্রথমবারের মতো টেনিস টুর্নামেন্টে অংশগ্রহন করেছেন নাটোর জেলা দল। বয়স ভিত্তিক একটি দল এই টূর্নামেন্টে অংশ গ্রহন করছে। নাটোর জেলা দল যাতে টুর্নামেন্টে ভাল করতে পারে সেজন্য সকল খেলোয়াড় ও কর্মকর্তার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
