Home বিবিধ প্রস্তাবিত নাটোর- রাজশাহী সরাসরি রেলপথ

প্রস্তাবিত নাটোর- রাজশাহী সরাসরি রেলপথ

4222
0

প্রস্তাবিত নাটোর- রাজশাহী সরাসরি রেলপথ। এটি করতে পারলে বরেন্দ্র,তীতুমির সহ রাজশাহী থেকে উত্তরাঞ্চলগামী কোন ট্রেনকে আব্দুলপুরে স্টেশনে ইঞ্জিন ঘুরাতে হবেনা। নষ্ট হবেনা সময়।সবচেয়ে বড় ব্যাপার,বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত নতুন রেলপথ চালু হলে উত্তরাঞ্চল থেকে নাটের হয়ে ঢাকা চলাচলকারি অনেক ট্রেন নাটোরে আসবেনা।ভোগান্তিতে পড়বে নাটোর থেকে ঢাকাগামী ট্রেন যাত্রীরা। প্রস্তাবিত রাজশাহী- নাটোর সরাসরি রেলপথ চালু হলে চাপাই ও রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেন নাটোর স্টেশন হয়ে যাবে। পূরণ হবে ঢাকাগামী ট্রেনের ঘাটতি। পাশাপাশি রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস,গোপালগঞ্জ গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ বহু ট্রেনের সুবিধা পাবে নাটোরবাসী।নাটোর হয়ে উঠবে রেলের গুরুত্বপূর্ন জংশন। আসুন আমরা সবাইকে সাথে নিয়ে দাবি আদায় করি। ৫ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় নাটোর স্টেশনে রেলমন্ত্রীর কাছে দাবি পেশ করতে চলে আসিন।

সিনিয়র সাংবাদিক হালিম খান-এর ফেসবুকের টাইম লাইন থেকে নেওয়া।

Previous articleনাটোরে বিনা টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ওরা
Next articleমায়ের অন্যের বাড়িতে কাজের ২’শ টাকা নিয়ে লাইনে দাঁড়ায় সাদিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here