
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুতের প্রিপেইড মিটার প্রত্যাহার ও চলতি সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে ওয়ার্কর্স পার্টি।
সকালে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও গ্রাহক ভোগান্তি দূর করে চলতি সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান এবং নেসকোর প্রিপেইড মিটারকে ভৌতিক মিটার হিসাবে আখ্যায়িত করে তা অপসারনের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, নাটোর জেলা ওয়ার্কর্স পার্টির সভাপতি মিজানুর রহমান মিজান,সাধারণ সম্পাদক বিশ্বনাথ বিশু,যুবমৈত্রী সভাপতি মাহাবুবুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে তারা লিফলেট বিতরণ করে।
