Home জেলা সংবাদ পড়াশুনায় মনোযোগী হতে শিশুদের মোবাইল থেকে দুরে রাখুন- এসপি লিটন

পড়াশুনায় মনোযোগী হতে শিশুদের মোবাইল থেকে দুরে রাখুন- এসপি লিটন

519
0

নিজস্ব প্রতিবেদক

ভাল শিক্ষার্থী এবং লেখাপড়ায় মনোযোগী হতে শিশুদের মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি বলেন, শিক্ষার্থীরা মোবাইলের প্রতি বেশী আসক্ত হয়ে পড়লে লেখাপড়ায় অমনোযোগী হবে। তাই মোবাইলের আসক্তি থেকে বিরত থাকতে হবে। আগামী বছর স্বচ্ছ, নিরপেক্ষ ও কঠোর ভর্তি পরীক্ষার মাধ্যমে স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এতে কোনো সুপারিশ চলবে না।

নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজকে এ অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করা হবে বলে জানান তিনি। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন পুলিশ সুপার লিটন কমার সাহা।

বৃহস্পতিাবর সকালে নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শোভন কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের পরিচালক ( শিক্ষা) মীর আসাদুজ্জামান আসাদ, বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি ভুঁইয়া ও নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

এসময় অবিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শাখার অভিভাবক জুলফিকার হায়দার জোসেফ এবং মাধ্যমিক শাখার অবিভাবক রবিন্দ্রনাথ মন্ডল।

পরে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা বিপিএম-বার।

Previous articleনাটোরে আইনজীবীকে মারপিট করলেন আ’লীগ নেতা
Next articleপ্রেমের সম্পর্ক গড়ে আপত্তিকর ছবি তুলে টাকা হাতিয়ে নিতো এরা..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here