
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের গোপালপুরে জ্বালানী তেলের সাথে পানি মেশানোর অপরাধে মেসার্স সততা ফিলিং স্টেশন মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই জরিমানা করেন।
জানা যায়, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা অন্তত ২৫ থেকে ৩০জন শ্রমিক তাদের মোটরসাইকেলে পেট্রোল নিতে গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশনে যায়। এসময় যে যার পরিমান মত পেট্রোল নিয়ে মোটরসাইকেল স্টাট দিতে গেলে আর স্টাট নেয় না।
এসময় মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে তারা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় তেলের সাথে পানি মেশানোর প্রমান পায় ভ্রাম্যমান আদালত।
পরে ফিলিং স্টেশন মালিক সিদ্দিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৮হাজার টাকা পরিমানা আদায় করা হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশ মোতায়ন করা হয়েছে।
