Home জেলা সংবাদ ফ্রন্ট লাইনার যোদ্ধাদের স্বরণ করলো উত্তরা গণভবনের কর্মচারীরা

ফ্রন্ট লাইনার যোদ্ধাদের স্বরণ করলো উত্তরা গণভবনের কর্মচারীরা

429
0
উত্তরা গণভবন কর্মচারী

নিজস্ব প্রতিবেদক:
করোনায় ফ্রন্ট লাইনার যোদ্ধাদের হাত তালি দিযে শুভেচ্ছা জানিয়েছেন নাটোরের উত্তরা গণভবনের কর্মচারীরা। সকালে উত্তরা গণভবনের মূল প্যালেসের সামনে তারা করোনায় ফ্রন্ট লাইনার যোদ্ধাদের উৎসাহ দিতেই এই কার‌্যক্রমেরে আয়োজন করেন।

গণভবন কর্মচারীরা বলেন, অজানা এক ভাইরাসে হাজার হাজার প্রাণ ঝড়ে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ,নার্স ও বিভিন্ন সংগঠন ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে।

এইসব ফ্রন্ট লাইনার যোদ্ধাদের সন্মান এবং বিনম্র শ্রদ্ধা জানাতে তাদের এই আয়োজন। এসময় উত্তরা গণভবনের কর্মচারীরা এই কার্য়ক্রমে অংশগ্রহন করেন।

Previous articleলিসির বিদায়ের রেশ!
Next article২হাজার ছাড়লো রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here