Home শিরোনাম বঙ্গবন্ধুর সৈনিকরা জনসেবা করতে ভয় পায় না-প্রতিমন্ত্রী পলক

বঙ্গবন্ধুর সৈনিকরা জনসেবা করতে ভয় পায় না-প্রতিমন্ত্রী পলক

183
0
সিংড়ায় প্রতিমন্ত্রী পলক করোনা টিকা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে সরকারের এমপি, মন্ত্রীরা ঘরে বসে থাকেনি। আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা জনসেবা করতে ভয় পাইনা। এমপি ইস্রাফিল, সাবেক মন্ত্রী নাসিমসহ বহু আওয়ামী লীগের নেতাকর্মী জীবন দিয়েছেন, কিন্তু পিছপা হননি। এটাই বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাঁকে নির্মম ভাবে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা।

তিনি আরো বলেন, আমরা করোনাকালিন সিংড়ার ৭২ হাজার পরিবারকে সরকারের মানবিক সহায়তা পৌছে দিয়েছি। সিংড়া পৌর মেয়র ৫৫ দিন পরিবার থেকে দুরে থেকে জনগনের সেবা করে গেছেন।

প্রতিমন্ত্রী রবিবার সকাল ১০ টায় নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপজেলার সম্মুখ যোদ্ধা সরকারী ককর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের করোনা ভ্যাকসিন টিকা উদ্বোধন কালে এসব কথা বলেন।

এসময় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সর্ব প্রথম সিংড়ায় টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম।

Previous articleনাটোরে করোনার টিকা নিয়েছেন ৩সিনিয়র সাংবাদিক
Next articleকোভিড-১৯: টিকার সাথে টাকা পেল নাটোরের ১৬৭জন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here